ঢাকা: রেডিও আরজে হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনেত্রী হিসেবেই পরিচিতি পান নওশীন। নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা সব ক্ষেত্রেই কাজ করেছেন তিনি। বাকি ছিলো শুধু মিউজিক ভিডিওর মডেল হওয়া। সে কাজটিও সম্প্রতি করলেন তিনি।
প্রথমবারের মত কোনো মিউজিক ভিডিওর মডেল হিসেবে দেখা যাবে তাকে। ন্যান্সি ও রিজভী ওয়াহিদের গাওয়া ‘আমি চাই তোরে’ শিরোনামের একটি গানে মডেল হয়েছেন তিনি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীতায়োজন করেছেন শান।
সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং সম্পন্ন হয়েছে।