প্রথমে ব্যাট করে ৪৮ ওভার দুই বলে অলআউট হয় বাংলাদেশ। ওভার প্রতি গড় রান রেট ৩ দশমিক ৯১।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার। ৫১ বল খেলে দুইটি চারের সাহায্যে তার রান ৪৫। মুশফিক ৩৪ বল খেলে ২৬ ও এনামুল ৭২ বল খেলে ২৫ রান নেন। অতিরিক্ত খাত থেকে আসে ২৫ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌছেছেন মাশরাফি (২২) ও সাব্বির (২০)।
বাংলাদেশের পে ওপেনার তামিম ৪ , মমিনুল ৮, সাকিব ৮, নাসির ৬ রান করছেন। তাইজুল ও তাসকিন দুজনই শূন্য রানে আউট হয়েছেন।
ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৪৫ ওভার পাঁচ বলে ছয় উইকেট হারিয়ে ১৯০ করে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওভার প্রতি গড় রান রেট ৪ দশমিক ১৪। আয়ারল্যান্ডের পক্ষে বলবিরনি ৭৯ বল খেলে অপরাজিত থাকেন ৬৩ রানে। এছাড়া জয়সি ৮৭ বলে ৪৭ এবং ওব্রেইন ১৬ বলে ২৩ রান করে।
বাংলাদেশের পক্ষে তাজুল ইসলাম দুইটি এবং নাসির, সাকিব, তাসকিন ও আল-আমিন একটি করে উইকেট নেন।