সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

পান, কচু ও সুপারি রফতানি শীঘ্রই

54বিজনেস ডেস্ক, সিলেটপোস্ট২৪ডটকম : সিলেট থেকে পান, কচু ও সুপারি রফতানি শুরু হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে পান রফতানি শুরু হবে। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও রফতারি উন্নয়ন ব্যুরো আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। সিলেট চেম্বার কনফারেন্স হলে Rules of Origin for GSP, SAFTA, APTA, KPT and BIMSTEC : and their application শীর্ষক সেমিনারে বক্তারা সিলেট থেকে রফতানি বৃদ্ধির উপর জোর দিয়ে বিমানের ভাড়া হ্রাস, শেওলা, তামাবিল শুল্ক স্টেশন ও ওসমানী বিমানবন্দরে ওয়্যার হাউস নির্মান, প্যারা ট্যারিফ ও নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর, কৃষিজাত যন্ত্র রফতানির ক্ষেত্রে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রতিবেদনকে স্বীকৃতি প্রদান, বাংলাদেশ থেকে পান, কচু, সুপারী ইত্যাদি পণ্য রফতানিতে জটিলতা দূরীকরণ ও মনিপুরী উদ্যোক্তাদের পণ্য রফতানির ক্ষেত্রে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন।

সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, রফতানি খাতের উন্নয়নে শুধু সরকারের উপর নির্ভরশীল হলে চলবেনা, এ ব্যাপারে বেসরকারী খাতের রফতানিকারকদেরকে এগিয়ে আসতে হবে। রফতানি খাত বাংলাদেশের বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম প্রধান খাত। বাংলাদেশ সরকার এ খাতের উন্নয়নে যথেষ্ট কাজ করে যাচ্ছে। যার মধ্যে কৃষিজাত ও অন্যান্য পণ্য রফতানির বিপরীতে নগদ ইনসেনটিভ প্রদান অন্যতম।

সেমিনারে আলোচ্যসূচির উপর বক্তব্যে রফতানি উন্নয়ন ব্যুরো পরিচালক আবদুল মঈন। জিএসপি, সাফটাসহ অন্যান্য চুক্তির উপর আলোচনা করেন। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে তিনি জানান, আগামী ১ জুলাই থেকে বাংলাদেশ থেকে পান রফতানিতে আর কোন বাঁধা থাকবেনা।

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ভারতে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু কিছুু নীতিগত অসুবিধার কারণে চাহিদা অনুযায়ী সেদেশের রফতানি করা যাচ্ছে না। এ ব্যাপারে ভারতের অঙ্গরাজ্যগুলোর স্থানীয় প্রশাসনের একাধিকবার আলাপ-আলোচনা হয়েছে। আমাদের মত তাদেরও কিছু নীতিগত সীমাবদ্ধতা রয়েছে, যা কাটিয়ে উঠার জন্য দুদেশের পক্ষ থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মো. মামুন কিবরিয়া সুমন, রফতানি সাব কমিটির আহবায়ক মো. হিজকিল গুলজার, রফতানি উন্নয়ন ব্যুরো, সিলেটের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া, কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার ওমর মবিন, বিসিকের উপ-মহাব্যবস্থাপক একেএম আবদুল হাই প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.