স্পোটর্স ডেস্ক, সিলেটপোস্ট২৪ডটকম : সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান। হাফিজের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ১ উইকেটে ২২৭ রান। এর আগে প্রথম ইংনিসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ৩৩২ রানে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২য় দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২৪৩ রানেই সাজঘরে ফেরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর টেস্টে জাতীয় দলে অভিষেক হওয়া সৌম্য সরকারকে সঙ্গি করে রানের চাকা সচল রাখেন মুশফিকুর। তবে, দলীয় ৩১০ রানেই সৌম্য ৩৩ ও মুশফিক ৩২ রান করে আউট হলে, শেষ হয়ে যায় টাইগারদের বড় স্কোরের স্বপ্ন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৩৩২ রানে।
জবাবে, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৫০ ও ব্যক্তিগত ২০ রানে তাইজুলের শিকার হন সামি আসলাম। এরপর টাইগার বোলাদের শাসন করে ক্যারিয়ারের ৮ম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মোহাম্মদ হাফিজ।
১৩৭ রানে নিয়ে ৩য় দিনের খেলা শুরু করবেন তিনি। আর তার যোগ্য সহকারী হিসেবে ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি তুলে নিয়ে দ্বিতীয় দিন শেষে ৬৫ রানে অপরাজিত রয়েছেন আজাহার আলি।