সংবাদ শিরোনাম
সিলেটে চোরাচালানে আ.লীগ নেতার ছেলের ‘আরএস’ চক্র  » «   বিএনপির বানোয়াট কথা দেশের মানুষ বিশ্বাস করে না-সুনামগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী  » «   ওসমানীনগরে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে! এমপি মোকাব্বিরের হুশিয়ারী  » «   দক্ষিণ সুরমায় জুয়ার স্পটে পুলিশি অভিযান  » «   জৈন্তাপুর-কে ভূমিহীন-গৃহহীন মুক্তকরণ ঘোষনা উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  » «   কর কর্তনের বিধি বিধান প্রতিপালনের লক্ষ্যে সুনামগঞ্জে ওয়াকিং সেমিনার অনুষ্ঠিত  » «   ওসমানীনগরের বুড়ি নদীর চরে ঐতিহ্যবাহী বারুনী মেলা  » «   দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি’তে আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে এগিয়ে এসেছে-প্রবাসী কল্যান মন্ত্রী  » «   দক্ষিণ সুরমায় যৌতুক মামলায় প্রবাসী গ্রেপ্তার  » «   সুনামগঞ্জে সিলেটগামি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলে নিহত ৩  » «   ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২  » «   নিউজার্সি প্যাটারসন সন্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশি নারী ডাক্তার রেহানা রব  » «   জৈন্তাপুরে নিখোঁজ হওয়ার ১০ ঘন্টার মধ্যে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে মাদ্রাসা ছাত্র-কে উদ্বার করতে সক্ষম হয়েছে  » «   দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে ফুফাতো ভাই খুন  আটক ৫  » «   ওসমানীনগরে শিক্ষর্থীর রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা গ্রেফতার নেই ৩ দিনে  » «  

নতুন মুখের খোঁজে ক্রুইফ

011স্পোটর্স রিপোর্ট : বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্ব আর এশিয়ান কাপের বাছাইপর্ব একসঙ্গেই হবে।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ `বি`তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান, কিরগিজস্তান, জর্ডান এবং অস্ট্রেলিয়া। দেশ এবং দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশ দল মোট আটটি ম্যাচে অংশ নেবে। বাছাই পর্বের এই দুটো ম্যাচ ১১ ও ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচেই জয় চায় বাংলাদেশ। কারণ এই দুটি ম্যাচকে ঘিরে আছে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন। এতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলেরও প্রস্তুতি হয়ে যাবে।
এ সম্পর্কে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে জাতীয় দল নিয়ে কোচ ও সংগঠকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘ আমরা হোম ম্যাচ দুটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছি। এ দুটো ম্যাচে জয়ের পাশাপাশি ভালো ফলাফল আশা করছি। এজন্য ইতিমধ্যেই হেড কোচ ও গোলরক্ষক কোচ পরিকল্পনা করছেন। তারা নতুন ও মেধাবী খেলোয়াড়ের সন্ধানে আছেন।’
সালাউদ্দিন আরো বলেন, ‘বাছাইপর্বের আগে আমরা দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছি। এ বিষয়ে আফগানিস্তান ও উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দিয়েছে। তবে খেলার তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
বাফুফে সভাপতি ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফ, গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আসন্ন বাছাই পর্ব নিয়ে হেড কোচ ক্রুইফ সাংবাদিকদের বলেন, ‘চলমান লিগে অনেকের খেলা দেখেই আমার ভালো লেগেছে। তারা দুর্দান্ত খেলেন। জাতীয় দলে তাদের যোগ্যতা রয়েছে।তবে দেশের জন্য যারা সেরাটা দিতে পারবে তাদের নিয়েই দল ঘোষণা করা হবে।’
বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ৮টি গ্রুপে খেলছে ৪০টি দল। এর মধ্যে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ খেলবে বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে। এই ১২টি দল সরাসরি খেলবে ২০১৯ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। শীর্ষ ১২ দল বাদে পরবর্তী ২৪টি দল এশিয়ান কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে বাছাইপর্বে অবতীর্ণ হবে। সেই লড়াইয়ে থাকতে হলে বাংলাদেশকে পাঁচ দলের মধ্যে অন্তত চতুর্থ হতে হবে।
এখন ইনজুরিতে থাকা মামুনুল ইসলাম ও রায়হান হাসানকে নিয়ে সংশয়ে রয়েছেন কোচ।
লিগের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হতে পারে ক্যাম্প।` নতুন কোচকে সঙ্গে নিয়ে অনেক ছক আঁকছে বাফুফে। তবে তা কতটা কার্যকরী হবে সেটা দেখার বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.