সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

নতুন মুখের খোঁজে ক্রুইফ

011স্পোটর্স রিপোর্ট : বাংলাদেশ প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে। ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ্বকাপ বাছাইপর্ব আর এশিয়ান কাপের বাছাইপর্ব একসঙ্গেই হবে।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ `বি`তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ তাজিকিস্তান, কিরগিজস্তান, জর্ডান এবং অস্ট্রেলিয়া। দেশ এবং দেশের বাইরে মিলিয়ে বাংলাদেশ দল মোট আটটি ম্যাচে অংশ নেবে। বাছাই পর্বের এই দুটো ম্যাচ ১১ ও ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এ দুটি ম্যাচেই জয় চায় বাংলাদেশ। কারণ এই দুটি ম্যাচকে ঘিরে আছে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন। এতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলেরও প্রস্তুতি হয়ে যাবে।
এ সম্পর্কে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে জাতীয় দল নিয়ে কোচ ও সংগঠকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘ আমরা হোম ম্যাচ দুটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছি। এ দুটো ম্যাচে জয়ের পাশাপাশি ভালো ফলাফল আশা করছি। এজন্য ইতিমধ্যেই হেড কোচ ও গোলরক্ষক কোচ পরিকল্পনা করছেন। তারা নতুন ও মেধাবী খেলোয়াড়ের সন্ধানে আছেন।’
সালাউদ্দিন আরো বলেন, ‘বাছাইপর্বের আগে আমরা দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছি। এ বিষয়ে আফগানিস্তান ও উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দিয়েছে। তবে খেলার তারিখ এখনও নির্ধারিত হয়নি।’
বাফুফে সভাপতি ছাড়াও ওই সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফ, গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আসন্ন বাছাই পর্ব নিয়ে হেড কোচ ক্রুইফ সাংবাদিকদের বলেন, ‘চলমান লিগে অনেকের খেলা দেখেই আমার ভালো লেগেছে। তারা দুর্দান্ত খেলেন। জাতীয় দলে তাদের যোগ্যতা রয়েছে।তবে দেশের জন্য যারা সেরাটা দিতে পারবে তাদের নিয়েই দল ঘোষণা করা হবে।’
বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ৮টি গ্রুপে খেলছে ৪০টি দল। এর মধ্যে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৪ রানার্সআপ খেলবে বাছাইপর্বের পরবর্তী রাউন্ডে। এই ১২টি দল সরাসরি খেলবে ২০১৯ সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। শীর্ষ ১২ দল বাদে পরবর্তী ২৪টি দল এশিয়ান কাপ ফাইনালে ওঠার লড়াইয়ে বাছাইপর্বে অবতীর্ণ হবে। সেই লড়াইয়ে থাকতে হলে বাংলাদেশকে পাঁচ দলের মধ্যে অন্তত চতুর্থ হতে হবে।
এখন ইনজুরিতে থাকা মামুনুল ইসলাম ও রায়হান হাসানকে নিয়ে সংশয়ে রয়েছেন কোচ।
লিগের প্রথম পর্বের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হতে পারে ক্যাম্প।` নতুন কোচকে সঙ্গে নিয়ে অনেক ছক আঁকছে বাফুফে। তবে তা কতটা কার্যকরী হবে সেটা দেখার বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.