সিলেটপোস্ট রিপোর্ট : ভারতের এক ব্যক্তি সেদেশের পাঞ্চাবে দুবাইয়ের প্রসিদ্ধ টাওয়ার বুর্জ আল আরবের নকল তৈরি করেছে। দেখতে অবিকল বুর্জ আল আরব টাওয়ারের মতোই। বুর্জ আল আরব ভ্রমণেচ্ছুদের জন্যই তৈরি হয়েছে নকল টাওয়ারটি।
পাঞ্চাবে তৈরি টাওয়ারটি তিনতলা বিশিষ্ট। মূলত এটি একটি বাগান বাড়ি। বিলাশবহুল এক ধনকুবের তৈরি করেছেন বাড়িটি। বুর্জ আল আরবের সব দিক মিল রেখেই তৈরি হয়েছে এটি। খামারবাড়িটির মালিক এই টাওয়ারকে বুর্জ আলি নাম দিয়েছেন। মালিক বলেছেন, বুর্জ আলি তৈরি হয়েছে যারা বুর্জ আল আরব দেখতে ইচ্ছুক তাদের জন্য। তিনি বলেন, এখন আর পয়সা খরচ করে দুবাই যাওয়ার প্রয়োজন নেই। ভারতেই দেখা যাবে বিশ্বের সবচেয়ে বড় এই সাততারকা হোটেলটি।
এদিকে বুর্জ আলির খবরে চটেছেন বুর্জ আল আরবের মালিক। তিনি বলেছেন, বুর্জ আল আরবের নকশা আমাদের কোম্পানিরই হক। এটার আদলে অন্য কোনো বিল্ডিং তৈরি আদৌ উচিত নয়।
বুর্জ আল আরব উদ্বোধন হয় ১৯৯৯ সালের ডিসেম্বরে। এটি ৩২১ মি. (১০৫৩ ফুট) লম্বা এবং ২৮ তলা বিশিষ্ট। এটির আয়তন ৭০,০০০ বর্গ মি.। আরবের ‘দাউ’ নামক নৌযানের মাস্তুলের সাথে সাদৃশ্য রেখে এর কাঠামো নকশা করা হয়। মূল মাস্তুল কাঠামো থেকে ইংরেজি ‘ঠ’ অক্ষরের মত এর কাঠামো দু’পাশে বিস্তৃত। ভবনটিতে লেগেছে ৭০,০০০ ঘনমিটারেরও বেশি কংক্রিট এবং ৯,০০০ টন স্টিল। বিশ্বসেরা এই হোটেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ৪৮ কোটি সাতাশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা।