সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বালাগঞ্জে আউশ আবাদ : লক্ষ্যমাত্রা ৪ হাজার হেক্টর জমি

3নিজস্ব প্রতিবেদক : বালাগঞ্জে চলতি মৌসুমে ৪ হাজার হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক কৃষকদের মধ্যে উপজেলা কৃষি অফিস ইতোমধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ এবং সেচ ও আগাছা দমনে নগদ অর্থ সহায়তা প্রদান শুরু করেছে। আউশের ভাল ফলন উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কৃষকদের সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় মাঠকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাসানুল কবির কামালী জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি আউশ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাজপুর ইউনিয়নে ৪শ’ ৫০ হেক্টর। অপরদিকে সবচেয়ে কম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১শ’ ২০ হেক্টর করে পশ্চিম পৈলনপুর এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে। এছাড়া অন্যান্য ইউনিয়নের মধ্যে উমরপুর ইউনিয়নে ৩শ’ হেক্টর, সাদিপুর ইউনিয়নে ১শ’ ৮০, পূর্ব পৈলনপুর ইউনিয়নে ১শ’ ৪০, বোয়ালজুড় ইউনিয়নে ৪শ’ ৩০, বুরুঙ্গাবাজার ইউনিয়নে ৩শ’ ৪০, গোয়ালাবাজার ইউনিয়নে ৩শ’ ৮০, দয়ামীর ইউনিয়নে ৪শ’, উছমানপুর ইউনিয়নে ৩শ’ ৭০, দেওয়ানবাজার ইউনিয়নে ৩শ’ ৬০, বালাগঞ্জ ১শ’ ৮০ এবং পূর্ব গৌরীপুর ২শ’ ৩০ হেক্টর। সুনির্দিষ্ট তালিকা না থাকলেও উপজেলায় আউশ চাষাবাদের সাথে প্রায় ১৪/১৫ হাজার কৃষক জড়িত রয়েছেন বলে জানা গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাসানুল কবির কামালী জানান, চলতি মৌসুমে উপজেলার ৭শ’ ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক আউশ চাষীকে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার প্রদান এবং সেচ ও আগাছা দমনের জন্য আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। উফশী আউশ ও উন্নত নেরিকা জাতের এসব আউশ চাষীদের প্রতিজনকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি ও এমওপি মোট ৪০ কেজি সার প্রদান করা হচ্ছে। এছাড়া সেচ ও আগাছা দমনে সহায়তা হিসেবে উফশী জাতের ৭শ’ ৫০ জন আউশ চাষীর প্রতিজনকে সেচ বাবদ নগদ ৪শ’ টাকা এবং নেরিকা জাতের ৩৫ জন আউশ চাষীকে সেচ ও আগাছা দমন বাবদ নগদ ৮শ’ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। উফশী চাষীদের প্রতিজনকে বীজ দেওয়া হচ্ছে ৫ কেজি এবং নেরিকা চাষীদের দেওয়া হচ্ছে ১০ কেজি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.