প্রেসবিজ্ঞপ্তি : আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর দরগা গেইটে শহীদ সুলেমান হলে সামারীন দেওয়ান রচিত ‘হাসন রাজা জীবন ও কর্ম’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক প্রফেসর মো. আবদুল আজিজ।
এতে মূল প্রবন্ধ পাঠ করবেন শাবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়জুল হক। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, দৈনিক জালালাবাদের সম্পাদক আজিজুল হক মানিক, দৈনিক সিলেট সুরমার সম্পাদক ডা. মো. নাজমুল ইসলাম, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক শ্যামল সিলেট এর নির্বাহী সম্পাদক আবদুল মুকিত, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক শেরগুল আহমদ, সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ সম্পাদক সুহেল আহমদ কুটি, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিলেট লেখক পরিষদের সভাপতি প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও এডভোকেট আব্দুস সাদেক লিপন।