প্রেসবিজ্ঞপ্তি : দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ধারাবাহিকভাবে ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পূর্ব আলোচনা সভা সোমবার সন্ধ্যায় ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালি, আইডিয়া সেবা প্রকল্পের প্রজেক্ট ফেসিলিটেটর মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী আবদুস সত্তার, বিশিষ্ট মুরব্বী হাজী টুনু মিয়া, বাবুল হোসেন, সোনা মিয়া, ইন্তাজ আলী, লুৎফুর রহমান, জাবেদ মিয়া, পাবেল আহমদ, ফুকু মিয়া, রহমত আলী, ফটিক মিয়া প্রমুখ।
ইতোপূর্বে ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। বিশেষ করে শিক্ষা, পানি নিষ্কাশন, রাস্তা, বিশুদ্ধ খাবার পানির জন্য টিউবওয়েল স্থাপনে আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান হাবিব হোসেন। তিনি গত ৪ বছরে তার নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকা-ের চিত্র তুলে ধরে বলেন এ পর্যন্ত ২, ৬, ৮ ও ৯নং ওয়ার্ডে প্রায় ৩৮ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকী সমস্যাগুলোর সমাধান করা হবে।