নিজস্ব প্রতিবেদক : বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিলেটে তামাকজাত পণ্য পুড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ উপলক্ষে আগামী ৩০ মে নগরীর সিটি পয়েন্টে প্রতীকি সিগারেটসহ তামাকজাত পণ্য পুড়ানো হবে। শনিবার সকালে নগরীর শাহী ঈদগাহে আরটিএম ভবনে অনুষ্ঠিত এ্যন্টি টোব্যাকো মিডিয়া এলাইন্স (আত্মা)র আঞ্চলিক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আইন লংঘন করে তামাক কোম্পানীর কৌশলী বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ। আত্মা’র নির্বাহী কমিটির সদস্য শাহ সুহেল আহমদের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন দৈনিক উত্তরপূর্বের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, দৈনিক মানবকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দৈনিক সকালের খবর নিজস্ব প্রতিবেদক দিপু সিদ্দিকী, দৈনিক সবুজ সিলেট ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ছামির মাহমুদ, দৈনিক কালেরকন্ঠ জকিগঞ্জ প্রতিনিধি আল মামুন, দৈনিক জালালাবাদ স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক, মৌলভীবাজারের সাপ্তহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, বাংলানিউজ টুয়েন্টিফর ডটকম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, এটিএন বাংলা হবিগঞ্জ প্রতিনিধি আবদুল হালিম, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, দৈনিক সবুজ সিলেট মাধবপুর প্রতিনিধি আবুল হোসেন সবুজ, সীমান্তিক তামাকমুক্ত সিলেট প্রকল্পের এডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, মিডিয়া অফিসার মুরাদ বক্স, প্রজেক্ট অফিসার শেফালী বেগম প্রমুখ।