নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় হাওড়ে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও তার খামারের কর্মচারি রাজু মিয়া (১৬)।
জানা গেছে, সকালে মানিকপুর গ্রামের পূর্বপাশের একটি হাওরে খামারের হাঁস চরাতে যান আলী হোসেন ও তার কর্মচারি। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান। সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।