প্রেস বিজ্ঞপ্তি : বাংলা নববর্ষ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার বিকেলে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রেজা-ই-রাফিন সরকার, সংরক্ষিত আসনের কাউন্সিলর কহিনুর ইয়াসমিন ঝর্ণা, লাইসেন্স অফিসার চন্দন দাশ, সিলেট আর্ট স্কুলের পরিচালক ইসমাইল গনি হিমন প্রমুখ।
৪টি বিভাগে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীরা হচ্ছেন ক- বিভাগের প্রথম স্থান চন্দ্রিমা মজুমদার, দ্বিতীয় স্থান স্পন্দন দাস, তৃতীয় স্থান নাদিমুল হক মাহদী। খ-বিভাগের প্রথাম স্থান শামসুন নাহার লাবন্য, দ্বিতীয় স্থান প্রজ্ঞা পারমিতা ঘোষ, তৃতীয় স্থান তাসউক রহমান লাবিব। গ- বিভাগের প্রথম স্থান সুপার্থ মালাকার, দ্বিতীয় স্থান সৈম্য দাস অর্নব, তৃতীয় স্থান সানজিদা তাসমিন শামা। ঘ- বিভাগের প্রথম স্থান অভিনন্দন কুন্ডু, দ্বিতীয় স্থান আরবিন শার্মি, তৃতীয় স্থান রুবাইয়া রাফিকী চেলসি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান অতিথিবৃন্দ।