সিলেটপোস্ট রিপোর্ট : হিট অ্যান্ড রান মামলা নিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। শুধু তা-ই নয়, মামলার রায় ঘোষণায় পুরো বলিউড দুনিয়া থমকে গিয়েছিল সেদিন। সালমানকে সমবেদনা জানাতে বন্ধু-স্বজনদের ভিড় জমে যায় তার বাড়িতে। দাবাং খ্যাত এ নায়কের পাঁচ বছর কারাশাস্তির কথা জানার পর পুরো বিশ্ব নড়েচড়ে বসে। কষ্ট পান দেশ-বিদেশের তার অসংখ্য ভক্ত। কিন্তু এ ব্যাপারে একটুও কষ্ট নেই বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের। বরং এ অভিনেত্রী টুইটারে পোস্ট করেছেন বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, যে যা কাজ করবে তার ফল ভুগতেই হবে। আর দোষ করলে তো তাকে শাস্তি পেতেই হবে। এটাই স্বাভাবিক। এখানে কারও কিছু বলার থাকবে না। আর আদালতের রায়ের ওপর কিছু বলা উচিত নয়। রাভিনার এমন মন্তব্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় বলিউডজুড়ে। শুধু তাই নয়, এ ধরনের বিস্ফোরক পোস্টের মাধ্যমে এরই মধ্যে ব্যাপক বিতর্কের জন্মও দিয়েছেন এ অভিনেত্রী। এদিকে রাভিনার এ ধরনের মন্তব্যে বলিউডে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। সমালোচকদের ধারণা, সালমানের সঙ্গে প্রেমঘটিত বিষয়ে পূর্বের দ্বন্দ্বের জের ধরেই রাভিনা টুইটারে এমন বেফাঁস মন্তব্য করেছেন।
সালমানের রায় নিয়ে রাভিনার বিস্ফোরক মন্তব্য
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১২, ২০১৫ | ৮:২১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »