সিলেটপোস্ট ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড পিতা। নিহতরা হলো আয়েশা ছিদ্দিকী (১১), শিউলি জান্নাত (৯) ও তাহেরা জান্নাত (২) এঘটনার পর স্বামী স্ত্রী উভয়ে পলাতক রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিদানতড়নি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আবদুল গনির সঙ্গে একই এলাকার আমেনা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৩ কন্যা সন্তান রয়েছে। এদিকে আমেনা বেগম সম্প্রতি অন্য এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আমেনা উধাও হয়ে যায়। আবার আমেনা ফিরে আসলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঘটায়। বৃহস্পতিবার রাতে এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য খাইরুল বশরের উপস্থিতিতে শালিশ বিচারও হয়। এরপর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া হলে এক পর্যায়ে শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।চকরিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ ধর ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন।
চকরিয়ায় তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৫, ২০১৫ | ১০:৫৬ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »