স্পোর্টস ডেস্ক ॥ একজনকে কামড় দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন সারা দুনিয়ায়। আরেকজনকে দিয়েছিলেন গালি। কাকতালীয়ভাবে দুজনেরই মুখোমুখি হতে যাচ্ছেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ। তা-ও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আগামী ৬ জুন বার্লিনে জুভেন্টাসের দুই ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি আর প্যাত্রিস এভ্রার সামনে দাঁড়িয়ে দুঃস্মৃতিগুলো কি হানা দেবে সুয়ারেজের মনে?
গত বিশ্বকাপের সেই আলোচিত ঘটনা কারোরই ভুলে যাওয়ার কথা নয়। গ্রুপ পর্বের একটি ম্যাচে ইতালির কিয়েল্লিনির কাঁধে কামড় দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকার ইংলিশ আর ডাচ লিগে খেলার সময়ও এমন অপরাধ করে শাস্তি পেয়েছিলেন। কিন্তু তাই বলে বিশ্বকাপে! বিস্ময়করভাবে কিয়েল্লিনিকে কামড় দেওয়ার ন্যক্কারজনক ঘটনাটা রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় সুয়ারেজকে হলুদ কার্ডও দেখতে হয়নি। তবে ক্যামেরাকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। টিভিতে ঘটনা দেখে সুয়ারেজকে চার মাসের জন্য নিষিদ্ধ করে ফিফা। বিশ্বকাপের পর লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিলেও ন্যু ক্যাম্পে অভিষেকের জন্য তাই অক্টোবরের শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল সুয়ারেজকে।
জুভেন্টাসের আরেক ডিফেন্ডার এভ্রার সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সুয়ারেজ। সেটা ২০১১ সালের ঘটনা। দুজনই তখন ইংল্যান্ডের দুই বিখ্যাত ক্লাবের খেলোয়াড়। সুয়ারেজের ঠিকানা লিভারপুল আর এভ্রার ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে এভ্রাকে বর্ণবাদী গালি দিয়ে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। তার কয়েক মাস পর আবার মুখোমুখি হয়েছিল ম্যানইউ আর লিভারপুল। কিন্তু সেদিন করমর্দন করেননি দুজনে।
এভ্রা অবশ্য সেই অপ্রীতিকর স্মৃতি আর মনে রাখতে চান না। বার্লিনের ফাইনালে সুয়ারেজের সঙ্গে হাত মেলাতে আপত্তি নেই এই ফরাসি ডিফেন্ডারের, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত, নিজের গায়ের রং নিয়েও গর্বিত। আমি তাঁর সঙ্গে করমর্দন করব। এতে আমার কোনো সমস্যা নেই।’