সিলেটপোস্ট টোয়েন্টিফোর .কম ডেস্ক : প্রায় সাড়ে তিন মাস পর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ল্যান্ডফোনের লাইন সচল হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩১ জানুয়ারি গুলশান কার্যালয়ের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
খালেদা জিয়া ৩ জানুয়ারি রাত থেকে গুলশান কার্যালয়ে অবস্থানকালে ৩০ এপ্রিল রাতে কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচিছন্ন করা হয়। পরে বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন ছিল। ৫ এপ্রিল খালেদা জিয়া কার্যালয় ছেড়ে বাসায় ফেরেন।