সিলেটপোস্ট রিপোর্ট:সিলেটের উলামায়ে কেরামের নেতৃত্বে ১৯৮৩ ইংরেজী সালে গঠিত জালালবাদ ইমাম সমিতি গত ১৩-০৫-২০১৫ইং বুধবার বাদ এশা জিন্দাবাজার¯’ বায়তুল আমান জামে মসজিদে হযরত মাওঃ হাফিজ মজদুদ্দীন আহমদ সাহেবের সভাপতিত্বে এবং ক্বারী মাওঃ সিরাজুল ইসলামম সাহেবের পরিচালনায় শতাধিক ইমাম ও খতীবদের শতস্ফুর্ত অংশগ্রহনে প্রাণবন্ত হয়ে পূনর্গঠিত হয়েছে। এদে উদ্বোধনী বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওঃ আব্দুশ শাকুর। ইমাম ও খতীবদের দায়িত্ব ও কর্তব্যের উপর উৎসাহমূলক গুর“ত্বপূর্ণ বক্তব্য রাখেন যথাক্রমে হাফিজ মাওঃ মজদুদ্দীন আহমদ, মাওঃ ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী, মাওঃ মুহিবুর রহমান মিঠিপুরি, মাওঃ মুকাদ্দাস আলী, মাওঃ নুর উদ্দিন, মাওঃ হোসাইন আহমদ, মাওঃ হাফিজ, মাওঃ মঞ্জুর আহমদ, মাওঃ হাফিজ কামাল উদ্দিন, মাওঃ মোস্তাক আহমদ, হাফিজ সালেহ আহমদ, মুজির উদ্দিন, হাফিজ সামসুল ইসলাম, মুহি উদ্দিন প্রমূখ। পূর্ণগঠিত কমিটি দায়িত্ব প্রাপ্তরা হলেন, মাওঃ হাফিজ মজ উদ্দিন আহমদ সভাপতি, মাওঃ ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি, মাওঃ আব্দুশ শাকুর, মাওঃ ক্বারী সিরাজুল ইসলাম, মাওঃ হাফিজ সামসুল ইসলাম সহ-সভাপতি, মাওঃ মুহিবুর রহমান মিঠিপুরি সাধারন সম্পাদক, মাওঃ নুর উদ্দিন, সালেহ আহমদ সহ-সাধারন সম্পাদক, হোসাইন আহমদ সাংগঠনিক সম্পাদক, মোস্তাক আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক, হাফিজ আব্দুল্লাহ আল-মামুন সহ-প্রচার সম্পাদক, হাফিজ কামাল উদ্দিন অর্থ সম্পাদক, নির্বাহী সদস্যরা হলেন, হাফিজ মঞ্জুর আহমদ, নুর“ল হক, মুহি উদ্দিন, মুজির উদ্দিন, হাফিজ জিয়াউর রহমান, মুকাদ্দাম, আব্দুল খালিক আনছার, জুবায়ের আহমদ, হাফিজ মখছুদ রহমান, বদর“ল ইসলাম, নাজিম উদ্দিন, হাফিজ শরিফ উদ্দিন, আসলাম রহমানী সহ মোট ২৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিঠি গঠন করা হয়।
জালালাবাদ ইমাম সমিতি পূর্নগঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৫, ২০১৫ | ৯:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »