সিলেটপোস্ট রিপোর্ট ॥ পুনঃসংকারের তিন মাসের মাথায় আবারও হ্যাকিংয়ের শিকার হল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://mha.gov.bd/) গেলে পুরো হোম পেইজ জুড়ে দেখা যাচ্ছে কালো ব্যাকগ্রাউন্ড । সাইটের বডিতে ইংরেজি ও তুরকিশে হাদিসের একটি উদ্ধৃতি উল্লেখ করা আছে ।
হ্যাকারের পরিচিতি হিসেবে দেয়া আছে তুর্কি সিকিউরিটি তাইফার নাম।
উল্লেখ্য, এ বছরের ১৩ই ফেব্রুয়ারি তুর্কি সিকিউরিটি তাইফা গ্রুপটিই একই দিনে পর পর দুবার হ্যাকড করেছিল মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটি।