সিলেটপোস্ট রিপোর্ট ॥ আনসার উল্লা বাংলা টিম নামে একটি সংগঠনকে নিষিদ্ধ করতে সরকারের কাছে প্রস্তাব করেছে পুলিশ। এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী আল কায়দার একটি ঘনিষ্ঠ সংগঠন। আল কায়দার যাবতীয় মতাদর্শকে তারা অনুসরণ করে। আনসারুল্লাহ বাংলা টিম দেশে সবগুলো জঙ্গি সংগঠনের মুখপাত্র হিসেবে কাজ করছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা আনসার উল্লার নাম ধারণ করে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে।
আনসার উল্লা বাংলা টিমকে নিষিদ্ধের প্রস্তাব পুলিশের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ৫:০০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »