সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সর্বরোগের চিকিৎসা নিয়ে ‘আসামের বাদশা’ ঢাকায়

0047সিলেটপোস্ট  রিপোর্ট    সমস্ত জটিল-কঠিন রোগব্যাধি যেমন ক্যান্সার, কিডনি সমস্যা, গ্যাস্ট্রিক, হাঁপানী, যক্ষ্মা, আগুনে পোড়া, হাড়ভাঙ্গা রোগের চিকিৎসা দিতে জাতীয় প্রেসক্লাবে এসেছে আসামের  ‘বাদশা’ হারুন অর রশীদ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ছোট হলরুমে হঠাৎ করেই সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।

তার দাবি, ‘কোনো রোগী আসলে তাকে শুধু তার নাম, বাবা ও মায়ের নাম বলতে হবে। নামগুলো নিয়ে বিশেষ মোরাকাবায় (ধ্যানে) বসলে আল্লাহর পক্ষ থেকে ওই রোগের জন্য যে ঔষধ নির্ধারিত হবে সেটাই দেয়া হবে। এটা আল্লাহর তরফ থেকে স্বপ্নে পাওয়ার চিকিৎসা পদ্ধতি।’

তিনি বলেন, ‘আমি যে রোগের চিকিৎসা দেই সবগুলোই আমার নিজের ছিল। স্বপ্নে পাওয়া চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা নিয়ে নিজে নিজেই সুস্থ হই। এর পর থেকে আমি মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছি।’

চিকিৎসা পদ্ধদি বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার কাছে কোনো রোগী আসলে তাকে প্রথমে দুই রাকায়াত সালাতুল হাজত নামাজ পড়তে হবে। নামাজে বলতে হবে সকল রোগের চিকিৎসায় সাহায্যকারী তো তুমি (আল্লাহ)। আমাকে মুক্তি দাও।’

তিনি বলেন, ‘আমি সোহরাওয়ার্দী ও বারডেম হাসপাতালে অনেক ঘুরেছি। সেখানে রোগীদের কাছে গিয়ে আমার কার্ড বিতরণ করে বলেছি ভাল হতে চাইলে এখান থেকে বের হয়ে আমার কাছে আসেন। তখন ওই হাসপাতালের ডাক্তাররা আমার নামে মামলা করেছে।’

কতজন এবং কি কি রোগীকে চিকিৎসা দিয়ে ভাল করেছেন জানতে চাইলে ‘আসামের বিখ্যাত হেকিম’ দাবিকারী হারুন বলেন, ‘আল্লাহর রহমতে আমি সকল রোগের চিকিৎসা দিতে পারি কিন্তু আমার কাছে যদি কোনো রোগী না আসে তাহলে আমার তো কোন দোষ নাই। রোগীও আসেনি তাই চিকিৎসাও দিতে পারিনি।’

তাকে বলা হয়, বাংলাদেশে অনেক ক্যান্সার রোগী আছে একজনকে খুঁজে বের করে চিকিৎসা দেন। তাহলে আর ক্যানভ্যাস করার প্রয়োজন হবে না।   এ পর্যায়ে তিনি বলেন, ‘আমি আসামের বাদশা হারুন অর রশীদ। অর্থ সম্পদের কোনো অভাব নাই আমার। আমি খুঁজতে যাব কেন? আমার কাছে রোগীকে আসতে হবে। আর আসবে বলেই তো সংবাদ সম্মেলন করছি।’তিনি ভারতের আসামের বাসিন্দা দাবি করলেও বাংলাদেশের ঠিকানা লিখেছেন পূর্ব বাসাবোর আব্দুল কাদের রোড।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.