সিলেটপোস্টরিপোর্ট: মরিচ চাষ করে বিপাকে পড়েছেন গাইবান্ধা জেলার কৃষকরা। তিন মণ কাঁচা মরিচ বিক্রি করেও এক কেজি গরুর মাংস কেনার টাকা হচ্ছে না জেলার কৃষকদের। ৮০-১০০ টাকা মণ কাঁচা মরিচ বিক্রি হলেও গরুর মাংসের কেজি ৩৩০ টাকা।
রোববার সাদুল্যাপুরের কাঁচামালের ধাপেরহাট বাজারে বিক্রির জন্য আনা মরিচ বিক্রি না করে তা মহাসড়কে ফেলে রেখে গেছেন কৃষকরা। কারণ মরিচের দাম এতো কম যে তাতে মরিচ চাষে যে খরচ হযেছে সে টাকাও উঠবে না।
তবে মরিচ চাষীরা জানিয়েছেন, গত বছর মরিচের দামে এ অবস্থা ছিল না। সে সময় কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি মণ আটশো থেকে এক হাজার টাকা দরে।
চাষীরা আরো জানিয়েছেন, এক মণ মরিচ উৎপাদন করতে কৃষকের খরচ পড়ে প্রায় ২০০ টাকা। আর মরিচের দাম প্রতি মণ মাত্র ৮০ টাকা। খরচের টাকাই উঠছে না। লাভ তো দূরের কথা। তাছাড়া, বাজারে মরিচ কেনার লোকও নেই।