সিলেটপোস্টরিপোর্ট: বালুচর এলাকায় নাইট রাইডার্স আয়োজিত ১ম নাইট রাইডার্স মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা গতকাল বালুচর এলাকায় অনুষ্ঠিত হয়। খেলায় ৫নং টুলটিকর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস আহমদের সভাপতিত্বে ও ফেইম একাডেমির শিক্ষক ওমর ফারুকের পরিচালনায় প্রধানা অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব্ আশফাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী এজাজুল হক এজাজ, ৫নং টুলটিকর ইউনিয়ন চেয়ারম্যান হাজী আব্দুল মোছব্বির, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, এছাড়া আরো অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রাজা মিয়া, আল ইসলাহ সামাজিক সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য জমির উদ্দিন, রাজু আহমদ, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আশফাক আহমদ বলেন, খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে। লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই খেলাধুলার মাধ্যমে আরো এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাই তোমরা খেলাধুলা করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে আমি আশাকরি। তিনি তার বক্তব্যে আরো বলেন, যদি ঐ এলাকায় খোলামেলা ভাবে একটি মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত করা যায় তাহলে খেলোয়ারা সামনের দিকে আরো এগিয়ে যাবে। এ ব্যাপারে আশফাক আহমদ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় মাঠ করার জন্য বিবেচনা করবেন। বর্তমান সরকার খেলাধুলার প্রতি গুরুত্বদিয়ে যাচ্ছে। এই সরকার সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন।