সংবাদ শিরোনাম
সিলেট মহানগর কৃষক দলের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত  » «   গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বাংলাদেশি ৪ নারী আটক  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ লক্ষাধিক টাকার চোরাই পণ্য আটক  » «   দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি আটক ৭  » «   স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশকে অস্থিশীল করতে ষড়যন্ত্র করছে :খন্দকার মুক্তাদির  » «   সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ২১ লক্ষ টাকার অধিক চোরাই পণ্য আটক  » «   নিখোঁজের আটদিন পর কানাইঘাটে নিখোঁজ শিশু জেরিনের লাশ পাওয়া গেছে  » «   নিষিদ্ধঘোষিত সংগঠন কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার  » «   সিলেটে সিটিজেন সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিট’র বিক্ষোভ মিছিল  » «   দান আমাদের মানবকল্যাণে অংশগ্রহণ করা শিখায় -বিভাগীয় কমিশনার  » «   আওয়ামী শাসনামলে স্বাধীন দেশে বাংলাদেশের মানুষ ছিল পরাধীনতার নাগপাশে আবদ্ধ: কয়েছ লোদি  » «   তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না- সালাহ উদ্দিন আহমদ  » «   জৈন্তাপুরে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার  » «   জৈন্তাপুরে দুইদফা বন্যার ফলে নদী ভাঙন ঝুঁকিতে ২০০ পরিবার প্রশাসনের লাল নিশানা স্হাপন  » «   সৌদি প্রবাসী সোহান হত্যা মামলার আসামী হাবিবুরকে চুনারুঘাট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯  » «  

কোহলি-আনুশকার রোমাঞ্চে বাধা ‘কুমার’ যুবরাজের!

0094সিলেটপোস্ট রিপোর্ট :   বিরাট কোহলি ও আনুশকা শর্মা প্রেমদরিয়ায় হাবুডুবু খাচ্ছেন, এ খবর অনেক পুরোনো। শুধু দেশে নয়, বিদেশেও একসঙ্গে দেখা গেছে তাদের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মারে ডার্লিংয়ে রোমাঞ্চ করতে দেখা গেছে কোহলি-আনুশকাকে।

সময় পেলেই একে অপরের কাছে চলে আসেন তারা। এটা বলার অপেক্ষা রাখে না যে কোহলির খেলার বিরাট ভক্ত আনুশকা। নইলে কি আর শুটিং ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে কোহলির খেলা দেখতে অস্ট্রেলিয়ায় উড়ে যান বলিউডের এই অভিনেত্রী?

ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় আনুশকাকে দায়ী করেছেন অনেকে। এজন্য কত গঞ্জনাই সহ্য করতে হয়েছে আনুশকাকে। ওসব হয়তো কানে নেন না তিনি। প্রকাশ্যেই প্রেমের নমুনা দেখাচ্ছেন। রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তারই প্রমাণ মিলল।

 

এদিন আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার জেপি ডুমিনি (৬৭) ও ডি ককের (৬৯) জোড়া ফিফটির সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দিল্লি।

 

জবাবে ব্যাট করতে নেমে ১.১ ওভার খেলার সুযোগ পায় বেঙ্গালুরু। বৃষ্টি বাগড়া দেওয়ায় ম্যাচটি তখন বন্ধ ছিল। এ সুযোগে কোহলির কাছে ছুটে আসেন আনুশকা। রোমাঞ্চে মেতে ওঠেন তারা। কিন্তু ব্যাপারটি চোখ এড়ায়নি যুবরাজ সিংয়ের। ঈর্ষাকাতর হয়ে এ কী করলেন ‘কুমার’ (অবিবাহিত) যুবরাজ? কাছে গিয়ে মুচকি হেসে কিছুক্ষণের জন্য বাদ সাধলেন কোহলি-আনুশকার ‘নিয়মবহির্ভূত’ রোমাঞ্চে।

 

ম্যাচ চলাকালে এভাবে রোমাঞ্চে মেতে ওঠা কতটা যুক্তিসংগত? এমন প্রশ্ন তুলেছে ভারতীয় গণমাধ্যম। বৃষ্টির কারণে যদিও ম্যাচটি পণ্ড হয়ে যায়।  কিন্তু তাদের এ কাণ্ড তো ম্যাচের মাঝপথে, অর্থাৎ দিল্লির বেঁধে দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে বেঙ্গালুরুর ব্যাট করতে নামার এক ওভার শেষেই।

 

খেলার মাঝে কোনো দলের অধিনায়কের তার বান্ধবীর কাছে যাওয়া উচিত নয় বলে মনে করছেন ডিন জোন্সের মতো প্রাক্তন ক্রিকেটাররা। এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জোন্স বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের যুগে ক্রিকেটারদের বেশ সতর্ক থাকা দরকার। বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটলেও খেলার দিকেই তাদের দৃষ্টি থাকা উচিত।’

তবে এমন বিতর্কিত ঘটনায় কোহলিকে আইনগত শাস্তি, নাকি প্রেমের স্বস্তি দেয় বিসিসিআই, সেটাই দেখার বিষয়।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.