স্পোর্টস ডেস্ক : একটা ওভারের বদলে গেল চেন্নাইয়ের দৃশ্য। হরভজন সিংয়ের এক ওভারের মধ্যে রায়না-ধোনির মত দুই প্রভাশালী ব্যাটসম্যানকে ফিরে যেতে হলো ড্রেসিং রুমে। দু’জনকেই আউট করে দিল। যা চেন্নাইয়ের আরো সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। ধোনিকে আউট করার পর ধোনির দিকে তেড়ে এসে পা তুলে উদযাপন করলেন হরভজন।
অসহায় ধোনিকে তা দেখতে হলো। অপমানিত বোধ হলেও কিছু করার নেই। কিন্তু বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে যাওয়া হরভজন যেন সুযোগটা পেয়ে নষ্ট করলেন না। এমনিতে বিশ্বকাপের সময় বিতর্ক শুরু হয়েছিল যে যুবরাজ-হরভজনদের বাদ দেওয়া পেছনে ধোনির হাত। কালকে ওয়াংখেড়েতে এই দৃশ্য দেখে যেন মনে হলো তারই একটা প্রতিশোধ নেওয়া হরভাজনকে। নয়ত নিজ দেশের খেলোয়াড়ের সামনে এই ভাবে ‘অশোভনীয়’ ভঙ্গি করে উদযাপন?