সিলেটপোষ্টরিপোর্ট :রাজধানীর মতিঝিলে কবি জসিম উদ্দিন রোডের যুগান্তর গলির ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে আকলিমা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে লাশটি উদ্ধার করে মতিঝিল থানা পুলিশ।মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গুলশান আরা নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার বাসায় কাজ করতো আকলিমা। বাসায় গুলশান আরার বৃদ্ধ মা ও অটিস্টিক বাচ্ছা ছাড়া আর কেউ থাকেনা। ফাঁসি দেয়ার সময় গুলশান আরা ব্যাংকেই ছিলেন।তিনি আরো জানান, ফাঁসির কারণ সম্পর্কে গুলশান আরা ও তার মাকে অনেক জিজ্ঞাসবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও আকলিমার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে কোনো কারণ জানা যায়নি।লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২১, ২০১৫ | ১:৫৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »