ক্রীড়া ডেস্ক : আইপিএলের অষ্টম আসরের প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। আর ওই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় জরিমানা গুনলেন দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মঙ্গলবার রাতের ওই ম্যাচে মুম্বাইয়ের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে চেন্নাই। তবে লাসিথ মালিঙ্গার করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে আম্পায়ারের ‘বিতর্কিত’ এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে বিদায় নেন চেন্নাই ওপেনার ডোয়াইন স্মিথ। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি লেগ ষ্ট্যাম্প মিস করে চলে যেত। পরে ম্যাচটি ২৫ রানে হেরে যায় চেন্নাই।
ম্যাচ শেষে আম্পায়ারের ওই সিদ্ধান্তকে ‘অপ্রীতিকর’ বলে মন্তব্য করেন ধোনি। প্রকাশ্যে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এমন মন্তব্য করে আইপিএলের ‘কোড অফ কনডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড টিম অফিসিয়ালস’এর ২.১.৭ ধারায় লেভেল ওয়ান ভঙ্গ করেছেন ভারতের এই ওয়ানডে অধিনায়ক। তাই জরিমানা হিসেবে তার ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা গেছে।