সিলেট পোষ্ট রিপোর্ট : মৌলভীবাজার সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় খসরু মিয়া (৩৫) নামে এক বখাটে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বখাটে খসরু মিয়া ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের পাগুলিয়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও মো. কামরুজাম্মান জানান, দুপুরে পাগুলিয়া এলাকায় খসরু মিয়া স্কুল পড়ুয়া এক ছাত্রীকে রাস্তার উপর হাত ধরে টানাহেছড়া করছিল। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলায় নিয়ে আসে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।