সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিটি ইয়াবা সার্ভিস’চলছে দামী গাড়ি দিয়ে

carসিলেটপোষ্টরিপোর্ট:মাদক সেবীদের ‘ডোর টু ডোর’ সার্ভিস দিতে প্রতিনিয়ত নিত্যনতুন ‘বিজনেস প্ল্যান’ করতে হচ্ছে মাদক ব্যবসায়ীদের। এবার তারই অংশ হিসেবে মাদক ব্যবসায়ীরা রাজধানীতে শুরু করেছেন ‘সিটি ইয়াবা সার্ভিস’। এজন্য তারা ব্যবহার করছেন বিলাস বহুল প্রাইভেট কার। নির্দিষ্ট নম্বরে শুধু একটি ফোন করলেই গাড়ি পৌঁছে যাবে ক্রেতার দোরগড়ায়। গাড়ির ভেতর এসির ঠান্ডা বাতাসে নগদ টাকায় হাতবদল হবে ইয়াবা।শুধু খুচরা নয় পাইকারীভাবেও ইয়াবা বেচাকেনা করছে চক্রটি। তবে রাজধানীতে এরকম কতগুলো ‘সিটি ইয়াবা সার্ভিস’ আছে তা জানতে পারেননি সংশ্লিষ্টরা।রাজধানীতে এই সার্ভিস শুরু করেন টেকনাফের ইয়াবা ব্যবসায়ী হাকিম মাঝি ও হোসেন। তাদের দেখাদেখি পরে অন্য অনেক মাদক ব্যবসায়ীও এভাবে মাদক বিক্রি শুর করেন। তারা এটির নাম দিয়েছেন ‘সিটি ইয়াবা সার্ভিস’।রাজধানীতে হাকিম মাঝি ও হোসেনের অন্যতম ‘এজেন্ট’ রুহুল আমিন। গত সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে উত্তরা থেকে তাকে আটক করেন অধিদপ্তরের ডেমরা সার্কেলের পরিদর্শক ফজলু হক খান। এসময় তার সাথে সিটি সার্ভিসের গাড়ি চালক হাফিজ এবং মোক্তার নামে একজনকে আটক করে। তাদের কাছ থেকে টয়োটা এলিয়ন ব্রান্ডের একটি গাড়িও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি টেকনাফের জনৈক জাফরের নামে রেজিষ্ট্রেশনকৃত।আটকের পর রুহুল আমিন অধিদপ্তরের কর্মকর্তাদের জানান, টেকনাফ থেকে হাকিম মাঝি ও হোসেন নামে দুই ব্যক্তি তার কাছে ইয়াবা সরবরাহ করেন। রুহুল আরা জানান, শুধু ঢাকা নয়, রাজধানীর বাইরে থেকেও ‘পার্টি’ এসে তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে যায়। তবে তারা কখনো রাজধানীর বাইরে যান না। রাজধানীর ভেতরে প্রাইভেট কারে করে ইয়াবা সরবরাহ করেন। তবে ঢাকার বাইরে থেকে ‘পার্টি’ আসলে তাদের ‘লোক’ রাজধানীর প্রবেশ মুখ থেকে ‘পার্টি’কে রিসিভ করে উত্তরায় নিয়ে আসেন। পরে গাড়িতে বসেই ইয়াবা ও টাকার লেনদেন করেন। মাদক কর্মকর্তাদের মতে, এই চক্রটি মূলত উত্তরা পূর্ব থানার আশপাশেই বেশী তৎপর। এ ক্ষেত্রে থানা পুলিশের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে মাদক গায়েন্দা সুত্রে জানা যায়, ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যন্য মাদকও রাজধানীতে এভাবে মোটর সাইকেল, প্রাইভেট কার, মিনি ট্রাকে করে সরবরাহ করা হচ্ছে মাদকসেবীদের কাছে। মূলত পুলিশের চোখ ফাঁকি দিতেই মাদক ব্যবসায়ীরা মাদক সরবরাহের কাজে এখন দামী গাড়ি ব্যবহার করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.