সিলেটপোষ্টরিপোর্ট: সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কে হবিবপুর এলাকায় ট্রাক উল্টে জহুর আলী (৭০) নামের এক কাঁঠাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার হরিহরপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাঁঠাল ব্যবসায়ী জহুর আলী মৌলভীবাজার জেলার সমশেরনগর থেকে ট্রাক বোঝাই কাঁঠাল নিয়ে জগন্নাথপুরে আসছিলেন। পথে রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকায় ব্রিজে ওঠার সময় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ব্যবসায়ী জহুর আলী ট্রাকের সঙ্গে খাদে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুর আলীকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুরে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২২, ২০১৫ | ৪:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »