সিলেট পোষ্ট রিপোর্ট : জো রুট ও বেন স্টোকসের লড়াই লর্ডস টেস্টে দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড৷নিউজিল্যান্ড পেস আক্রমণের বিরুদ্ধে শুরুতেই ব্যাটিং ধসে পড়ে ইংল্যান্ড৷৩০ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ড ইনিংসকে টেনে তোলেন রুট ও স্টোকস৷সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে সাত উইকেটে ৩৫৪ রান তুলেছে কুক অ্যান্ড কোং৷
টস জিতে লর্ডসের বাইশ গজে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম৷ইংরেজ ইনিংসকে শুরুতেই ধাক্কা দেন কিউই বোলাররা৷স্কোর বোর্ডে ৩০ রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরে যান অ্যাডাম লিথ, গ্যারি ব্যালান্স, অ্যালেস্টেয়ার কুক ও ইয়ান বেল৷
কিন্তু পঞ্চম উইকেটে রুট ও স্টোরক ১৬১ রানের ইনিংস খেলে ইংল্যান্ড ইনিংসের বিপর্যয় আটকান৷রুট ৯৮ এবং স্টোকস ৯২ রানের ইনিংস খেলেন৷এর পর সপ্তম উইকেটে জোস বাটলার ও মোয়েন আলি ১০৩ রানের পার্টনারশিগড়ে দলের রান আরও এগিয়ে নিয়ে যান৷ ৬৭ রানের ইনিংস খেলন বাটলার৷আর ৪৯ রানে ক্রিজে রয়েছেন আলি৷নিউজিল্যান্ডের সফলতম বোলার ম্যাট হেনরি৷তিনটি উইকেট তুলে নেন তিনি৷