সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে হামলা-লুটপাট

Hamlaসিলেট পোষ্ট রিপোর্ট : সিলেট নগরীর বালুচরে গতকা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার বাসা-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটল শুক্রবার সন্ধ্যায় দু’টি বাসা ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন আহমদ চৌধুরী গতরাতে সিলেট পোষ্টকে জানান, মাগরিবের নামাজের পর পরই ২০/২৫ জনের একদল সশস্ত্র যুবক ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বালুচর নতুন বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী কনস্ট্রাকশনে হামলা চালিয়ে অফিস ভাংচুর করে এবং মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। এরপর তারা হামলা চালায় তার কর্মী সুমন আহমদের ফোকাস ১৭ নম্বর বাসায়। পরে তারা তার বালুচরস্থ ফোকাস-১১৫ নং বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। তারা বাসার গেইটের তালা ভেংগে বাসায় ঢুকে সবক’টি কক্ষের দরজা, জানালা, সোকেস, আলমিরা, টিভি,ফ্রিজ তছনছ করে । তারা বাসার সামনে থাকা তার বড় ভাইয়ের মোটর সাইকেলও ভাংচুর করে। এ সময় তারা বাড়ির মহিলাদের সাথে অসদাচরণ করে এবং বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১২/১৩ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন লাহিন।
তিনি জানান, ৭ মাস পর শুক্রবার প্রথম তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। এরপরই সেখানে হামলার ঘটনা ঘটল। তিনি বলেন, হামলাকারীদের মধ্যে তিনি একজনকে চিনতে পেরেছেন। তার নাম মঈনুল। সে বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে, বছরখানেক আগে সে ছাত্রদল করতো বলে তিনি স্বীকার করেন। যোগাযোগ করা হলে সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দক্ষিণ) জিদান আল মুসা জানান, বালুচরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দু’টি গ্রুপের মধ্যে সমস্যা হয়েছে বলে জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি। এদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা লাহিন আহমদ জানান, রাতে বড় ভাই রফিক আহমদ চৌধুরী শাহিন অভিযোগ দায়ের করতে শাহপরান থানায় গেছেন। রাত ১টায় এ ব্যাপারে শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় খতিয়ে দেখছি। এ ঘটনায় রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.