সিলেটপোষ্টরিপোর্ট:সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে আবুল কাসেম নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মুকিত জানান, গ্রেফতারকৃত আবুল কাসেমের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকার অনেক সাধারণ মানুষকে সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি জানান, পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সুনামগঞ্জে মানব পাচারকারীকে গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ৪:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »