সিলেটপোস্টরিপোর্ট:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে কুমিল্লা (দক্ষিণ) জেলা কমিটি নিয়ে সমেঝাতা বৈঠকের আগেই দলটির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাঞ্ছিত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, জাতীয় ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুসহ ৫-৬ জন নেতা।শনিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। মারামারির সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কার্যালয়ে ছিলেন।বনানী কার্যালয়ে মারামারির ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে শফিকুর রহমানকে (কুমিল্লা) জাতীয় পার্টির প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর হবে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়।জাপা সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জাতীয় পার্টির কমিটি সংক্রান্ত বিরোধ মীমাংসা করার জন্য জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বনানীতে সদ্য বিলুপ্ত কুমিল্লা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম ও নতুন আহ্বায়ক নুরুল ইসলাম মিলন এমপিকে ডাকেন।শনিবার দুপুরেই পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে এরশাদের কার্যালয়ে শতাধিক কর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন শফিকুল ইসলাম। সেখানে আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম মিলন এমপি।শফিকুল ইসলামের পক্ষে বনানী কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রসমাজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম অরুণ ও সদস্য সচিব কায়সার ইমরান প্রদীপ, যুগ্ম-আহ্বায়ক মানিক, সজীবের নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী।বনানী কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা শীর্ষ নিউজকে বলেন, জাপার কার্যালয়ে ছাত্রসমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও মিজানুর রহমান মিরুকে দেখেই তাদের ওপর হামলা করেন ঢাকা মহানগর উত্তরের সদ্য বিলুপ্ত কমিটির নেতারা। এ সময় হাসান-মিরুকে রক্ষা করতে এসে লাঞ্ছিত হন ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী।জাপা নেতারা জানান, মারামারির সময় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও উপস্থিত ছিলেন। পরে বাবলু আর কার্যালয়ে প্রবেশ না করেই সরাসরি চলে যান এরশাদের বারিধারার বাসভবনে। পরে এরশাদ বহিষ্কার করেন জাপার ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জাপার সাবেক সভাপতি শফিকুল ইসলামকে।বহিষ্কারের বিষয়ে কথা বলার জন্য শফিকুল ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলব না।’মারামারির ঘটনার বিষয়ে ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, ‘কুমিল্লার কমিটি নিয়ে ঝামেলা হয়েছিল। আমরা সেখানে উপস্থিত ছিলাম। ঝামেলা মেটাতে গেলে ছাত্রসমাজের ঢাকা মহানগর উত্তরের কিছু উশৃঙ্খল কর্মী আমাদের ওপর হামলা করে।’জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এরশাদের বনানী কার্যালয়ে কার্যালয়ে মারামারি, ভাইস চেয়ারম্যানকে বহিষ্কার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৩, ২০১৫ | ১১:০১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »