সংবাদ শিরোনাম
বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «  

ছাত্রী লাঞ্ছনারদায়ে: জাবি ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার

oo7সিলেটপোস্টরিপোর্ট:পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছিত করার প্রমাণ মেলায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।বহিষ্কৃত ওই পাঁচজন হলেন, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক রসায়ন বিভাগের ছাত্র নাফিজ ইমতিয়াজ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ ওরফে বিজয়, ছাত্রলীগ কর্মী এবং নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি, নুরুল কবির এবং ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসান। এরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।পয়লা বৈশাখের একদিন পর জীববিজ্ঞান অনুষদের ওই ছাত্রীউপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।পয়লা বৈশাখের দিন বিভাগের অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ছাত্রী তাঁর সহপাঠীর সঙ্গে নিজের হলে ফিরছিলেন। ক্যাম্পাসের পরিবহন চত্বর সংলগ্ন চৌরঙ্গীতে আসার পর দুই ছেলে তাদের দাঁড় করিয়ে কথা বলে। পাশেই আরও তিনজন দাঁড়িয়ে ছিল।একপর্যায়ে ছাত্রলীগের কেউ একজন ওই ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ঢুকে যান। তখন তাঁরাও (ওই ছাত্রী ও তাঁর সহপাঠী) ব্যাগ ফিরিয়ে আনতে জঙ্গলের ভেতর ঢুকে যান। জঙ্গলের ভেতর ওই পাঁচজনের সঙ্গে তাদের বাগবিতাণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগেরনেতা-কর্মীরা তাঁদের মারধর এবং গালিগালাজ করেন।এ সময় ছাত্রলীগ কর্মী নুরুল কবির ছাত্রীর মুঠোফোন ও ব্যাগ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। নিশাত ইমতিয়াজ ওই ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেন। এ সময় তাঁরা ওই ছাত্রীর হাত ধরে টানাটানি করে। রাকীব হাসান এ সময় শাড়ি ধরে টান দিলে ওই ছাত্রী চিৎকার করেন। চিৎকার শুনে আশপাশের মানুষজন জড়ো হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে যায়।হলে গিয়ে ওই ছাত্রী বিষয়টি জ্যেষ্ঠ ছাত্রীদের জানান। পরদিন বুধবার দিনব্যাপী ছাত্রলীগের নেতা-কর্মীরা সমঝোতার চেষ্টা করে। কিন্তু হলের ছাত্রীরা এতে রাজি হননি। রাত নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলের সামনে গিয়ে কয়েকজন জ্যেষ্ঠ ছাত্রী ও কয়েকজন আদিবাসী শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন। ততক্ষণে ক্যাম্পাসের শিক্ষার্থী ও সাংবাদিকদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। সাংবাদিকেরা হলের সামনে আসলে আলোচনা অসমাপ্ত রেখেই ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে চলে যান। যাওয়ার সময় ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি এক ছাত্রীর হাতে দিয়ে যান তাঁরা।এরপর হলের জ্যেষ্ঠ ছাত্রীদের সঙ্গে নিয়ে প্রথমে প্রক্টরের কাছে এবং পরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দেন ওই ছাত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.