সিলেটপোষ্টরিপোর্ট:নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুর আর নেই। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯ ঘটিকায় সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা শাহী ইদগাহ ময়দানের মাঠ প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্টিত হবে।
উল্লেখ্য, গত ১৮ মে এটিএম নুরুল ইসলাম খেজুর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বেইনষ্টোক করেন। পরে সিলেট রাগিব-রাবিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।