সিলেটপোস্টরিপোর্ট:মেট্রোপলিটন ইউনিভার্সিটির সংস্কৃতিকর্মীদের উপর হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় পরিবার।আজ সকাল সাড়ে ১০টায় আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ প্রমুখ।বক্তারা বলেন, হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টায় ফ্লেইমস মিউজিক্যাল ক্লাব আয়োজিত কনসার্টে ছাত্রলীগের পারভেজ গ্রুপের ৫-৬ জন নেতাকর্মীদের হামলায় ৩ আয়োজক ছুরিকাহত হন। জানা গেছে, আহত ছাত্ররা সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সংস্কৃতিকর্মীর হামলাকারীদের শাস্তির দাবিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানববন্ধন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৪, ২০১৫ | ২:১০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »