সিলেট পোষ্ট রিপোর্ট : পাবনার চাটমোহরে অজ্ঞাত কারণে এক প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যুতে, ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে অন্যরা। শিক্ষার্থীরা দাবি করেছে তারা ভূত দেখেছে। বরগুনার একটি স্কুলেও একই ধরণের আতঙ্ক দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কের কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
পাবনার চাটমোহরের বরদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের টয়লেটে একটি পুতুল দেখে শিশুদের মধ্যে শুরু হয় নানা ভূতের ভয়। আতঙ্কিত হয়ে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। ঐ ছাত্রী মারা যাওয়ায় স্কুলে যেতে ভয় পাচ্ছে অন্যরাও। ঘটনাটিকে জ্বিন-ভূতের আছর বলে মনে করে ফকির-কবিরাজের কাছে দৌড়াচ্ছে অভিভাবকরা। ঐ শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি চিকিৎসকেরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার। একটি মেডিকেল টিম অসুস্থ্য শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের নমুনা সংগ্রহ করেছেন।
এদিকে, বরগুনার তালতলী উপজেলার ছোটবগী পিকে মাধ্যমিক বিদ্যালয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে কয়েক ছাত্রী। জিনের আছর লেগেছে ভেবে অভিভাবকরা দৌড়াচ্ছেন পীর ফকিরদের বাড়িতে। আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক শিক্ষার্থী। স্কুলে শিক্ষার্থী ধরে রাখতে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।