সিলেট পোষ্ট রিপোর্ট : মাঠে জ্ঞান হারিয়ে প্রাণ গেল আর্জেন্টিনার এক ডিফেন্ডারের। দেশটির ফুটবলে দুই সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় কোনো খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা। দুর্ঘটনাটি ঘটে গত রোববার আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের লিগ প্রিমেরা বি-এর একটি ম্যাচে।
বোকা ইউনিদসের বিপক্ষে ম্যাচে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান আতলেতিকো পারানার খেলোয়াড় ক্রিস্তিয়ান গোমেস। অজ্ঞান অবস্থায় আধা ঘণ্টা থাকার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান স্বাগতিক দল ইউনিদসের চিকিৎসক।
গত ১৪ মে এমানুয়েল ওর্তেগা নামের এক ডিফেন্ডার মাঠের চারপাশ ঘেরা দেয়ালে সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান। এরপর আর জ্ঞান ফেরেনি তার। এ ঘটনাটি নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে দুই ফুটবলারের মৃত্যু। ওই খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় কদিন খেলা বন্ধ থাকার পর এই সপ্তাহেই দেশটির সব ধরণের ফুটবল ম্যাচ মাঠে গড়িয়েছিল।