সিলেট পোষ্ট রিপোর্ট : সিলেটের জকিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। তার নাম শাহেদ আহমদ (১৯)।
পারিবারিক সুত্রে জানা গেছে গতকাল (রবিবার) রাত ৯ ঘটিকার দিকে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে মাটিতে লুটে পরেন শাহেদ।
সাথে সাথে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তার অবস্থার অবনতি দেখে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।রাত ২ ঘটিকায় সে মারা যায়।
মুন্সিবাজার ওলিউল্লাহ মাদ্রাসায় দশম শ্রেনীতে সে লেখাপড়া করত।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সে মুন্সিবাজারের ইছন আলীর ছেলে। আজ বাদ যোহর মুন্সিবাজার জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।