শাবিপ্রতিনিধি: নারী ও শিশুর উপর বর্বোরচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে ও দফা দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ১০ লক্ষ গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় এ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানান তারা।
বর্ষবরণের ঘটনাসহ সারাদেশে অব্যাহতভাবে নারী ও শিশুর উপর বর্বোরচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে ৬ দফা দাবিতে এ কর্মসূচি করে তারা। দাবিগুলো হলো- বর্ষবরণের ঘটনাসহ নারী ও শিশুর উপর বর্বোরচিত ঘটনায় যারা জরিত তাদের গ্রেফতার ও বিচার নিশ্চিতকরণ, পুলিশের দায়িত্বের অবহেলায় তদন্ত করে বিচারকরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপসারণসহ সকল প্রতিষ্ঠানের কতৃপক্ষের জবাবদিহিতা, যৌন নিপীড়নবিরোধী নীতিমালা ও আইন প্রণয়ন এবং বাস্তবায়ন, সারাদেশে জনগণের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতকরণ এবং নাটক, সিনেমা, বিজ্ঞাপন, শিল্প, সাহিত্যসহ সর্বত্র নারীকে পণ্য হিসেবে ও বিকৃতরুপে উপস্থাপন বন্ধ করা। বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি শ্রীকান্ত শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ এর পরিচালনায় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আব্দুল গণি, কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ড. দীপেন দেবনাথ প্রমুখ।
এ সময় তারা নারীর উপর যেকোন নিপীড়ন বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন শাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. আব্দুল গণি।