সিলেট পোস্ট রিপোর্ট: সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডি ওপর পড়ছে। পুলিশ হেড কোয়ার্টার থেকে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার বিকালে সোয় ৫টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন গণমাধ্যমকর্মীদের।
তবে হেড কোয়ার্টারের নির্দেশ সত্ত্বেও সোমবার বিকাল ৬টা পর্যন্ত মামলার তদন্ত কাজ সিআইডিতে হস্তান্তর করা হয়নি।
১২ মে সকাল ৯টার দিকে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসা থেকে কয়েকশ’ গজ দূরে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করা হয় অনন্ত বিজয় দাশকে।
ছাতকের জাউয়াবাজারস্থ পূবালী ব্যাংকের শাখার কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বের হয়েছিলেন।
কিন্তু হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও অগ্রগতি হয়নি তদন্তের। কে বা কারা, কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিছুই বের করতে পারেনি পুলিশ।