সিলেটপোস্ট রিপোর্ট : সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পেইন সেন্টার হাসপাতালের এ্যনেসথেশিয়া বিভাগে সংযোজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে হাসপাতালে ৫ম তলায় পেইন সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেইন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া থেকে আগত পেইন কনসাল টেন্ট ডা. মইসা রুশ, ডা. রেশমা পাটেল, ম্যানেজিং ডাইরেক্টর ডা. শাহ আব্দুল আহাদ, অধ্যাপক ডা. রেজাউল করিম, ভাইস প্রিন্সিপাল এফ ফজলুর রহিম কাওসার, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. তোজ্জামুল হক, পেইন মেডিসিনের প্রধান ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে শেষে ৪২ জন বিভিন্ন ব্যথার রোগীকে পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে পেইন রোগীদের পরামর্শ দেবেন পেইন মেডিসিনের প্রধান ডা. মো. শাহনেওয়াজ চৌধুরীর ।