প্রেসবিজ্ঞপ্তি : বিজ্ঞানমনস্ক লেখক, তরুন ব্যাংকার অনন্ত বিজয় দাস হত্যাকারী খুনীদের গ্রেফতার ও বিচার দাবীতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের আহবানে মঙ্গলবার বিকেল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে প্রতিবাদী সমাবেশ মিলিত হয়। প্রতিবাদী সমাবেশে বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক লেখক, প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃত কর্মীদের উপর চিহ্নিত স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী জঙ্গী গোষ্ঠী দীর্ঘদিন থেকে হামলা-হত্যা চালিয়ে আসলেও কোন ঘটনার সুষ্ঠ তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হয়নি। বক্তারা, বিচারহীনতার এ সংস্কৃতির কারণে একরে পর এক হত্যাকান্ড ও সন্ত্রসী কর্মকান্ড চলছে। যার সর্বশেষ উদাহারণ হল নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ মেট্রাপলিটন ইউনিভারসিটির ছাত্রদের উপর হামলা। বক্তারা অবিলম্বে রজত কান্ত গুপ্ত’র উপর হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলীর সভাপতিত্বে ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দার আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর গণফোরাম সভাপতি এডভোকেট আনসার খান, মহানগর ন্যাপ সভাপতি মোঃ ইছহাক আলী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জেলা জাসদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, বাসদ(মাকর্সবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, ঐক্য ন্যাপের কুমার গণেশ পাল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সম্মিলিত নাট্য পরিষদের ইন্দ্রানী সেন শম্পা, মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র প্রবীণ নেতা বাদল কর, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, মহানগর ন্যাপ সহ-সভাপতি কোরেশ আহমদ, জেলা সাম্যবাদী দলের নেতা অধ্যক্ষ ব্রজগোপাল দে চৌধুরী, জেলা জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, জেলা যুব ইউনিয়ন সভাপতি খায়রুল হাসান, ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, বাসদ (মার্কসবাদী) নেতা সুশান্ত সিনহা সুমন প্রমূখ।