সিলেট পোস্ট রিপোর্ট : ভুল প্রতিবেদন প্রকাশ করায় প্রথম আলো পত্রিকাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাজীপুরের এপেক্স ফুটওয়্যার কারখানায় নারীকর্মী হামিদা বেগম সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করায় তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন মর্মে আদালত তাকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। ‘ছুটি মেলেনি, টয়লেটে সন্তান প্রসব’- এই শিরোনামে দৈনিক প্রথম আলো ওই প্রতিবেদন প্রকাশ করে।
পরবর্তীতে প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত অ্যাপেক্স কর্তৃপক্ষকে তলব করেন। কিন্তু তদন্ত করে দেখা যায় সংবাদটি ভুল ছিল।