সিলেট পোস্ট রিপোর্ট: আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসি এবং ধর্ম অবমাননা রোধে শরিয়তের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন করার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। লতিফ সিদ্দিকীর মুক্তি দেওয়া হলে কঠোর কর্মসূচির হুমকিও দেন তিনি।
আজ মঙ্গলবার হাইকোর্টে আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানী ঢাকার লালবাগে এক সমাবেশে এসব কথা বলেন ফয়জুল্লাহ।
এসময় আরও বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যেব হোসাইন, সহকারী মহাসচিব মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।