সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা

68সিলেট পোস্ট রিপোর্ট:  আগামী ৩০ জুন দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এসে একটি প্রস্তুতি টি২০ খেলবেন প্রোটিয়ারা। ৫ জুলাই মিরপুরে প্রথম টি-২০ দিয়ে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ৭ জুলাই দ্বিতীয় টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

এরপর ১০, ১২ এবং ১৫ জুলাই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়। আর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে চট্টগ্রামে। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২১ জুলাই চট্টগ্রামে। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ জুলাই।

 

এদিকে সিরিজটি সামনে রেখে টি-টোয়েন্টি, ওয়ানডে  ও টেস্টের জন্য ভিন্ন ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। পারিবারিক কারণে টেস্ট সিরিজে খেলবেন না এবি ডি ভিলিয়ার্স। এ ছাড়া তিন ফরম্যাটের জন্য অধিনায়ক করা হয়েছে তিনজনকে। টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। ওয়ানডেতে এবি ডি ভিলিয়ার্স ও টেস্টে প্রোটিয়াদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হাশিম আমলা।

 

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : হাশিম আমলা (অধিনায়ক), ডিন এলগার, রেজা হেনড্রিকস, ফাফ ডু প্লেসিস, স্টিয়ান ভ্যান জিল, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, মরনে মরকেল, অ্যারন ফাঙ্গিসো, সাইমন হারমার, টেম্বা বাভুমা, কাগিসো রাবাদা ও ডেন ভিলাস।

 

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, ক্রিস মরিস, মরনে মরকেল, ইমরান তাহির, কাগিসো রাবাদা, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো, ওয়েন পারনেল ও রায়ান ম্যাকলারেন।

 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেভিড উইসি, ক্রিস মরিস, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, অ্যারন ফাঙ্গিসো, এডি লি, ওয়েন পারনেল ও বেউরান হেনড্রিকস।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.