সিলেটপোস্টরিপোর্ট:বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের প্রতিশ্রতি দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রতারক প্রেমিককে আসামী করে নিজেই সোনাতলা থানায় ধর্ষণ মামলা করেছেন ওই কলেজ ছাত্রী।অভিযোগে জানাগেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের দাউদপুর গ্রামের সৈয়দ রেজাউল করিমের মেয়ে ও সোনাতলা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীর সাথে একই গ্রামের পার্শ্ববর্তী সৈয়দ রফিকুল ইসলামের ছেলে ও দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম নৈশ প্রহরী সৈয়দ মোশারফ হোসেন সনির (২২) প্রায় ২ বছর ধরে মন দেয়া-নেয়া চলছিল। এক পর্যায়ে গত ১৩ মে রাতে প্রেমিক মোশারফ হোসেন সনি ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রতি দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে কলেজ ছাত্রীকে বিয়ে না করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সনি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। অবশেষে ওই কলেজ ছাত্রী বুধবার সকালে প্রতারক প্রেমিককে আসামী করে সোনাতলা থানায় মামলা দায়ের করে।এ ব্যাপারে বালুয়া ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন আনজু বলেন, এটা প্রেম ঘটিত ব্যাপার। ছেলে ও মেয়ের মধ্যে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলে জানতে পেরেছি। গত ২দিন আগে এঘটনায় একটি সালিশী বৈঠকও হয়েছে। দুই পক্ষ বিয়ের পক্ষে আছে। আমরা দুই পক্ষকে নিয়ে বিয়ের জন্য চেষ্টা করছি।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, অভিযোগের কপি হাতে পেয়েছি। তদন্ত শেষে মামলা রেকর্ড করা হবে।
বগুড়ায় কলেজ ছাত্রী ধর্ষিত : মামলা দায়ের
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৮, ২০১৫ | ১২:৪৩ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »