সিলেট পোস্ট রিপোর্ট: বলিউডে আরো একজন অভিনেত্রী ঢুকে পড়লেন গানের জগতে। আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও শ্রুতি হাসানের পর এবার গান গাইতে চলেছেন সোনাক্ষী সিনহা। তার আপকামিং আকিরা সিনেমায় গান গাইবেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়ান আইডল জুনিয়র অনুষ্ঠানে সোনাক্ষী জানিয়েছিলেন, ‘গান গাইতে ইচ্ছুক। সুযোগ পেলেই মাইক্রোফোনের পিছনে দাঁড়াতে প্রস্তুত আছি।’ মুখের কথা মুখে থাকতে না থাকতেই সেই সুযোগ এসে গেল সোনাক্ষীর কাছে। আর সুযোগটি দিচ্ছেন পরিচালক এআর মুরুগাদস। জানা গেছে, গানে সোনাক্ষীকে গাইড করবেন বিশাল দাদলানি।
আকিরা তামিল সিনেমা মউনাগুরু-এর হিন্দি রিমেক। সিনেমার কাহিনি এগিয়েছে নারী-সুরক্ষাকে মাথায় রেখে। এটি মূলত নারী কেন্দ্রিক একটি সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সোনাক্ষী সিনহা।
শোনা যাচ্ছে, এই সিনেমায় থাকছেন শত্রুঘ্ন সিনহাও। সোনাক্ষীর বাবা চরিত্রেই দেখা যাবে তাকে। তাই এই খবর যদি সত্যি হয় তাহলে প্রথমবার একসঙ্গে পর্দার সামনে আসতে চলেছেন বাবা মেয়ে।