সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিলেট রয়্যালসের চেয়ারম্যান হচ্ছেন মুস্তফা কামাল

5সিলেটপোষ্ট  রিপোর্ট:  ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক প্রায় দীর্ঘদিন ধরেই। এখন ক্রিকেটকেন্দ্রিক কোনো পদে না থাকলেও সময় পেলেই ক্রিকেট মাঠ ছুটে আসেন। তিনি বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এবং আইসিসি ও বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বুধবার তিনি নিজ কার্যালয়ে কথা বলেছেন মিডিয়াকর্মীদের সঙ্গে। সেখানে ক্রিকেটের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল সিলেট রয়্যালসের চেয়ারম্যান হিসেবে থাকবেন বলে জানিয়েছেন মুস্তফা কামাল।

নিজেকে নতুন করে কিভাবে ক্রিকেটে সঙ্গে সম্পৃক্ত করবেন? এমন প্রশ্নে মুস্তফা কামাল বলেছেন, ‘ক্রিকেট আমার ভাল লাগার জায়গা। মনের তৃপ্তির জন্য কাজ করাটাই সবচেয়ে বড়। এখন নাতীকে আদর করতে ভাল লাগে। সন্তানদের আদর করতে ভাল লাগবে কিংবা স্ত্রীর সঙ্গে কথা বলতে ভাল লাগবে। কথা বলতে যদি ভাল না লাগে, তাহলে কি কথা বলব? ক্রিকেটেও আমার ভাল লাগা মিশে আছে। আমি তাই ক্রিকেটের সঙ্গেই থাকব। যে কোনোভাবেই থাকব।’

মুস্তফা কামাল ইতোমধ্যে মধ্যে নিজ গ্রামে ইউনিয়ন পর্যায় থেকে ক্রিকেট শুরুর চিন্তা শুরু করেছেন। প্রাথমিকভাবে নিজ গ্রামে হলেও একটা পর্যায়ে সারা দেশেই একটি টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেছেন, ‘আমি ইতোমধ্যেই একজনকে আমাদের গ্রামে নিয়ে জরিপ করিয়েছি। প্রতিটি গ্রামে কিভাবে ক্রিকেট ছড়িয়ে দেওয়া যায়, তা দেখার জন্য সে কাজ করছে। ইউনিয়ন পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে হবে। তাতে জয়ের আকাঙ্ক্ষা থাকবে। প্রতিটি স্কুলে দু’টি করে দল থাকবে। ক্লাস সেভেন আর নাইন এক দল এবং ক্লাস এইট ও টেন আরেকটা দল; এভাবে দু’টি করে দল হয়ে স্কুলে সব সময় খেলা হবে। পরে ইউনিয়ন পর্যায়ে স্কুল ক্রিকেট হবে। তারপর থানা পর্যায়ে আসবে। এভাবে কোনো ক্রিকেটার বেরিয়ে আসলে, সফলতা দেখা দিলে, আমি সমগ্র বাংলাদেশে তা ছড়িয়ে দিব। ব্যক্তিগত উদ্যোগেই এটা করব।’

এ ছাড়া বিপিএলের তৃতীয় আসরে একটি দলের মালিকানা কিনে নেওয়ার চিন্তা-ভাবনাও করছেন মুস্তফা

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.