সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

অমিতাভকে ১ কোটি টাকার লিগ্যাল নোটিশ

4সিলেটপোষ্ট  রিপোর্ট:  বলিউড তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সক্রিয় যে ক’জন তারকা তাদের মধ্যে একজন ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন। টুইটার কিংবা ব্লগ সবখানেই নিজের অস্তিত্ব ভালোই জানান দেন এ তারকা। কিন্তু এ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই এখন বিপদে পড়তে হচ্ছে এ তারকাকে। তার বিরুদ্ধে ১ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি।

জাগবীর রাঠে নামক এই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। এই ব্যক্তির দাবি, ২০০৬ সালে তার লেখা একটি কবিতা অমিতাভ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। কিন্তু ‘বিগ বি’ তার নামের পরিবর্তে সেখানে দুবে নামক এক ব্যক্তির নাম দিয়েছেন। যিনি কিনা জাগবীরের কবিতাটি টুইটারে শেয়ার করেছিলেন।

টুইটারে কবিতাটি প্রকাশের পর অনেকবার এ ব্যাপারে অমিতাভের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন জাগবীর। কিন্তু এখন পর্যন্ত সফল হননি তিনি। পরে তার ব্যক্তিগত আইনজীবীর পরামর্শে ১ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠান অমিতাভের কাছে। এবং ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। পাশাপাশি দুবের পরিবর্তে কবিতাতে তার নাম দিতে অনুরোধ করেন।

 

এর আগেও এ ধরনের সমস্যায় পড়েছেন অমিতাভ। গত জানুয়ারিতে ভারতীয় কার্টুনিস্ট আর.কে লক্ষণ মারা গেলে টুইটারে সবাই তাকে শ্রদ্ধা জানাতে শুরু করেন। এ বলিউড তারকা অভিনেতাও একটি কার্টুন টুইটারে পোস্ট করেন। কিন্তু কার্টুনটি ছিল অন্য একজন ব্যক্তির। ওই ব্যক্তি পরবর্তীতে অমিতাভের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান। এবং কার্টুনে ক্রেডিট হিসেবে তার নাম দিতে বলেন। অমিতাভ অবশ্য পরে বিষয়টি টুইটারে সবার কাছে খোলাসা করেন। এবং সেই ব্যক্তির প্রতি কার্টুনটির সব ক্রেডিট প্রদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.