সিলেটপোষ্ট রিপোর্ট: বলিউড তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি সক্রিয় যে ক’জন তারকা তাদের মধ্যে একজন ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন। টুইটার কিংবা ব্লগ সবখানেই নিজের অস্তিত্ব ভালোই জানান দেন এ তারকা। কিন্তু এ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই এখন বিপদে পড়তে হচ্ছে এ তারকাকে। তার বিরুদ্ধে ১ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি।
জাগবীর রাঠে নামক এই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। এই ব্যক্তির দাবি, ২০০৬ সালে তার লেখা একটি কবিতা অমিতাভ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। কিন্তু ‘বিগ বি’ তার নামের পরিবর্তে সেখানে দুবে নামক এক ব্যক্তির নাম দিয়েছেন। যিনি কিনা জাগবীরের কবিতাটি টুইটারে শেয়ার করেছিলেন।
টুইটারে কবিতাটি প্রকাশের পর অনেকবার এ ব্যাপারে অমিতাভের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন জাগবীর। কিন্তু এখন পর্যন্ত সফল হননি তিনি। পরে তার ব্যক্তিগত আইনজীবীর পরামর্শে ১ কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠান অমিতাভের কাছে। এবং ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। পাশাপাশি দুবের পরিবর্তে কবিতাতে তার নাম দিতে অনুরোধ করেন।
এর আগেও এ ধরনের সমস্যায় পড়েছেন অমিতাভ। গত জানুয়ারিতে ভারতীয় কার্টুনিস্ট আর.কে লক্ষণ মারা গেলে টুইটারে সবাই তাকে শ্রদ্ধা জানাতে শুরু করেন। এ বলিউড তারকা অভিনেতাও একটি কার্টুন টুইটারে পোস্ট করেন। কিন্তু কার্টুনটি ছিল অন্য একজন ব্যক্তির। ওই ব্যক্তি পরবর্তীতে অমিতাভের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান। এবং কার্টুনে ক্রেডিট হিসেবে তার নাম দিতে বলেন। অমিতাভ অবশ্য পরে বিষয়টি টুইটারে সবার কাছে খোলাসা করেন। এবং সেই ব্যক্তির প্রতি কার্টুনটির সব ক্রেডিট প্রদান করেন।